0Shares
হে প্রতাপের শহর… – আলী আশরাফ
আলী আশরাফ
হে প্রতাপের শহর…
তুমি কিছুই জানো না,
রাষ্ট্র জানে তোমার অলিগলি, চাহনি,
তোমার কথাবার্তা আর বুকের ধুকধুকানি; সব!
সনাক্তকরণের চিহ্ন বুকে তুমি নাগরিক মনে ঘুম যাও।
প্রতিদিন এইভাবে…!!!
এবং এ অতি আশ্চর্য যে তোমাকে ঘিরে যতো আযোজন,
বেঁচে থাকবারও প্রযোজন নেই ততোটা।
কেউ জানবে না, প্রতিসরিত আলোচুক্তি কার ঘরে, তোমার ঘর কোথায়।
হে প্রতাপের শহর,
তুমি যার কিচ্ছুর কখনো রাখোনা খবর!
এ যেমন আত্মরতির কাল,
তুমি ভাবো সব মধ্যবিত্তীয় তামাশা, তুমি শুধু তোমারই জঞ্জাল।
প্রেম জানে সুখেরও অসুখ, হে প্রতাপের শহর
তুমি তার কিচ্ছুরই খবর রাখো না।
… এর চেয়ে ঢের ভয়াবহ-সুন্দর রূপকথা ছিল আমাদের।
আমার জবানে তোমার অতীতের সংলাপ আর
মেশিনমিলের কোন শব্দসীমা পাড় করা গেলো কিনা ভেবে!
[লেখাটি সাহিত্য পত্রিকা-ওঙ্কার ২০১৫ ফাল্গুন সংখ্যায় প্রকাশিত]

আলী আশরাফ
কবি ও সাহিত্যকর্মী। ফটোক্লিক : জারিন তাসনিম।
শাইলক কথা অমৃত সমান! – হাসান জাফরুল
মে ২৯, ২০২৫
রয়া ও নন্দিনী – নাদিয়া ইসলাম
মে ২৯, ২০২৫
বমি বিকার অথবা অকাল স্খলন – অমল আকাশ
মে ২৯, ২০২৫
ফাঁকি – আল-বিরুনী প্রমিথ
মে ২৯, ২০২৫
তুই কি বেঁচে আছিস? – অমল আকাশ
মে ২৯, ২০২৫