বর্তমান যুগে ইন্টারনেট মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এটি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি কিছু অসুবিধাও সৃষ্টি করেছে। তাই ইন্টারনেট সম্পর্কে আমাদের জানা ও বোঝা খুবই জরুরি।
ইন্টারনেটের সবচেয়ে বড় সুবিধা হলো তথ্যের সহজলভ্যতা। শিক্ষার্থী, গবেষক, বা যে কেউ খুব সহজেই যে কোনো বিষয়ে তথ্য পেতে পারে। গুগল, ইউটিউব, অনলাইন লাইব্রেরি ইত্যাদির মাধ্যমে পড়াশোনা অনেক সহজ হয়েছে। বিভিন্ন অনলাইন কোর্সের মাধ্যমে ঘরে বসেই উচ্চমানের শিক্ষা গ্রহণ করা সম্ভব হচ্ছে।
যোগাযোগের ক্ষেত্রেও ইন্টারনেট অভাবনীয় পরিবর্তন এনেছে। ইমেইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভিডিও কল — এইসবের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে মুহূর্তেই যোগাযোগ করা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদির মাধ্যমে মানুষ নিজের অনুভব, চিন্তা ও ছবি শেয়ার করছে।
ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ই-কমার্স সাইটের মাধ্যমে অনলাইন কেনাকাটা এখন খুবই জনপ্রিয়। ঘরে বসেই অর্ডার করে জিনিসপত্র হাতে পাওয়া যাচ্ছে। ব্যাংকিং, বিল পরিশোধ, টিকেট বুকিং—সবকিছুই এখন অনলাইনে করা যায়।
তবে ইন্টারনেটের কিছু অসুবিধাও রয়েছে। বিশেষ করে শিশু ও কিশোররা ইন্টারনেটে অযথা সময় নষ্ট করে থাকে, যা পড়াশোনার ক্ষতি করে। অনেক সময় ভুল তথ্য বা গুজব ছড়িয়ে পড়ে, যা সমাজে অশান্তি সৃষ্টি করে। এছাড়া সাইবার অপরাধ, হ্যাকিং, তথ্য চুরি ইত্যাদি ঝুঁকিও রয়েছে।